রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযান কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯০ সময় দেখুন

 

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের সুতাপট্টিতে গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। আরাফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গুদাম ঘর মালিক আকাশ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১শ৩০টি চায়না দুয়ারি ও ১শ১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন। জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই কারেন্ট জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় বিভিন্ন প্রজাতির মাছসহ প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় বিভিন্ন মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দন্ডনীয় অপরাধ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD