ছাতকের ইদ্রিস ও সানুর ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ও ডাকাতি মামলার ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২৭ মে রাতে উপজেলার ধারণ বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার মোঃ ইদ্রিস আলী (৪২),ও সানুর আলী (৩৮) ছাতক থানার মামলা নং ২৬ (১) ২৫, জি আর ২০৭/১৪ (ছাতক) ডাকাতি মামলা সহ কয়েকটি মামলার পলাতক আসামী। ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী এবং এএসআই তাইজ উদ্দিন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, জানান, আসামীদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার মোঃ ইদ্রিস আলী উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র ও গ্রেফতার সানুর আলী চরমহল্লা ইউনিয়নের মজুমদারীচর পুর্ব পাড়া গ্রামের মৃত হারিছ আলীর পুত্র