শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম ছাতকের ‘তারা বিলের’ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত খুলনার বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন   হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছাতকে ব্র‍্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ সাংবাদিক বদর উদ্দিন আহমদের পাশে সাংবাদিকবৃন্দ ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ছাতকে থানার তৎপরতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার হাওর ও নদী রক্ষা আন্দোলন বাংলাবাজার  ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার  করেছে পুলিশ কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২

নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে সংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত

আকরাম, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ 
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত দেলোয়ার হোসেন দিলুর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ২৭ মে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার মুশুল্লি ইউনিয়নের শুভখিলা নদীর পাড় ভূঁইয়া বাড়িতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এলাকাবাসী ও ভূক্তভোগি পরিবার।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত দেলোয়ার হোসেন দিলুর বড়ভাই মৃত সিরিজ উদ্দিনের পুত্র মতিউর রহমান বলেন পূর্ব শত্রুতার জেরে গত ১লা মে ২০২৫ ইং দুপুরে একই গ্রামের মৃত আমিনুল হকের পুত্র সন্ত্রাসীএনামুল হকের নেতৃত্বে রতন মিয়া,মনির হোসেন ও আ: হেকিম সহ আরও ৭/৮ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। মহিলাদের আর্তচিৎকারে একই গ্রামের মৃত সিরাজ আলী ভূঁইয়ার পুত্র হাবিবুর রহমান নিহত দিলুর স্ত্রী রুমা আক্তার আ: রশিদ , সাদেক মিয়া, পারভেজ সহ বাড়ীর লোকজন উদ্ধার করতে এগিয়ে আসলে রুমা আক্তার কে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত দিলু কে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।২মে নিহতের বড় ভাই মতিউর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-৩ তাং ২/৫/২০২৫ ইং। মামলার বাদী মতিউর রহমান জানান বারবার বলার পর ও অজ্ঞাত কারণে মূল হোতাদের আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। পুলিশ ১নং আসামিকে গ্রেফতার গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে লোকমুখে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। আমি মূল হোতাদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত বাকি আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

দিলুকে নির্মমভাবে হত্যা করার ফলে তার স্ত্রী রুমা আক্তার ও দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে মামলার বাদীর অভিযোগ সম্পর্কে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মামলাটি তদন্তাধীন রয়েছে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD