শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানার তৎপরতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার হাওর ও নদী রক্ষা আন্দোলন বাংলাবাজার  ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার  করেছে পুলিশ কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২ কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই—অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ধোবাউড়ায় ভারতীয় ১৩০বোতল মদসহ ৩ মাদককারবারী আটক। শ্রীমঙ্গল থানায় একইসাথে সাবেক সার্কেলের বিদায় ও নবাগত সার্কেলের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে তাহিরপুরে নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক

প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ, বিএনপি নেতার শালিসে শাস্তি ৬ হাজার টাকা

রাকিব ফেরদৌস, প্রতিনিধি (ঠাকুরগাঁও)
  • আপডেটের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ, বিএনপি নেতার শালিসে শাস্তি ৬ হাজার টাকা
প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ, বিএনপি নেতার শালিসে শাস্তি ৬ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক প্রতিবন্ধী তরুনীকে ১০০ টাকার লোভ দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একরামুল মুন্সি (৪৮) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিকালে উপজেলার রাতোর ইউনিয়নের ভেদালি গ্রামে এ ঘটনা।

বিচার চেয়ে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গেলে ফিরিয়ে এনে ভুক্তভোগী তরুনীর বাবা ভ্যান চালককে ৬ হাজার দিয়ে বিষয়টি জোর করে আপোষ করে দিয়েছেন স্থানীয় আকতার হোসেন নামে এক বিএনপি নেতা।

বিএনপি নেতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে পরিবারকে ভয়ভীতির মধ্যে রাখা হয়েছে। শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

অভিযুক্ত একরামুল মুন্সি রানীশংকৈল উপজেলার ভেদালি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

ভুক্তভোগী তরুনী জানান, মঙ্গলবার বিকালে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে ধর্ষণ করে বৃদ্ধ একরামুল মুন্সি। পরে টাকা ধরিয়ে দেওয়ার করলে মেয়েটি চিৎকার করে। এরপরে একরামুল মুন্সি পালিয়ে যায়।

ঘটনার পরদিন বুধবার রাতে গ্রামে দুই পক্ষকে শালিসে ডাকেন রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন। উভয় পক্ষের কথা শুনে ৬ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত দেন। এ টাকা দিয়ে তরুনীকে দুটো ছাগল কিনে দিতে বলেন।

ভুক্তভোগী তরুনীর বাবা জানান, স্থানীয় শালিসে বিচার না পেয়ে বৃহস্পতিবার ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গিয়েছিলাম। সেখান থেকে আমার ভাইয়ের দ্বারা ফেরত এনে বৃহস্পতিবার রাতে আবারো শালিস বসান ওই বিএনপি নেতা। এদিন রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে আপোষ হয়ে যেতে বাধ্য করেন। আমরা বিচার না পেয়ে শালিস থেকে ঘুরে এসেছি।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ভ্যান চালক পরিবারটিকে সহজ সরল পেয়ে ঘটনাটি ধাপা চাপা দেওয়ার করছে বিএনপির লোকজন। অনেক টাকা নিয়েছেন একরামুল মুন্সির কাছে বলে শোনা যাচ্ছে।

নাম প্রকাশে মীমাংসায় থাকা এক জামায়াতের নেতা জানান, মেয়ের পরিবার চেয়েছিল অভিযুক্ত একরামুল মুন্সিকে জুতার মালা পরিয়ে পুরো গ্রামর ঘুরাতে হবে অথবা তরুনীকে বিয়ে করতে হবে। এসব সিদ্ধান্ত হয়নি শালিসে।

৬ হাজার টাকার বিনিময়ে মীমাংসার বিষয়টি স্বীকার করলেও রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন জানান, মেয়েটি ধর্ষণ হয়েছে, এমন কথা জানিনা। বলেছে মেয়েটার হাত ধরেছিল। তাই মীমাংসা করে দিয়েছি। পরদিন তরুনীর বাবাকে কেন আদালত থেকে ফিরিয়ে আনলেন, এমন প্রশ্নের সঠিক কোন সদুত্তর দিতে পারেননি।

এদিকে অভিযুক্ত একরামুল মুন্সির বাড়ীতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মেয়ে রোজিনা আকতার বলেন, বাবা বাড়ীতে নেই, মোবাইল ব্যবহার করে না। ধর্ষণের ঘটনার বিষয়ে তরুনী স্বেচ্ছায় ভুট্টাখেতে গেছেন বলে দাবি করেন। একই সাথে জোর গলায় বলেন, মেয়েটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, এ বিষয়ে থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। একই সাথে খোঁজ খবর নিবেন বলেও জানান ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD