বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মমতা বেগম পপিঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১০ সময় দেখুন

আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন গণভোটকে সামনে রেখে ব্যাপক প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম (টাউন হল)-এ আয়োজিত এ সভার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা)। তিনি তাঁর বক্তব্যে আসন্ন গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য গণভোট দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপর বিশেষ অতিথি জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) (সিনিয়র সচিব পদমর্যাদা) গণতান্ত্রিক ঐকমত্য প্রতিষ্ঠায় গণভোটের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ফারাহ শাম্মী, এনডিসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভোটারদের আস্থা অর্জন ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা আসন্ন গণভোট সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD