সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত
সুনামগঞ্জের জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৯/১১/২০২৫ইং সকাল ১০ ঘটিকায় মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মোট ১৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
বাংলা, ইংরেজি ও গনিত এই তিন বিষয়ের উপর ১০০ পূর্ণমানে পরীক্ষা নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজমুল হক, এবং দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল হান্নান পরীক্ষা নিয়ন্ত্রক,মোঃ নজরুল ইসলাম কেন্দ্র সচিব, মোঃ আব্দুল মোছাব্বির সহ-কেন্দ্র সচিব, মোঃ রিহাব হল সুপার, মোঃ আবুজর সহ-হল সুপার, মোঃ সালেহ আহমদ কক্ষ পরিদর্শক, সাইফুর রহমান কক্ষ পরিদর্শক, মোঃ অনিক কক্ষ পরিদর্শক, মোঃ আলামিন কক্ষ পরিদর্শক, মোছাঃ নয়ন মনি কক্ষ পরিদর্শক, কল্পনা আক্তার কক্ষ পরিদর্শক, সাইফুন নেছা কক্ষ পরিদর্শক ও রিমা আক্তার কক্ষ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
২৯/১১/২০২৫ইং