খুলনা টাইমসের সাংবাদিক পরাগ রায়ের স্ত্রী পূজার সাধভক্ষণ অনুষ্ঠান সম্পন্ন
খুলনার বটিয়াঘাটা উপজেলার রায় পরিবারে আজ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সাংবাদিক পরাগ রায়ের স্ত্রী পূজা রায়ের সাধভক্ষণ অনুষ্ঠান। সকাল ১০টার দিকে তাঁদের নিজস্ব বাসভবনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বাড়িটি সকাল থেকেই হয়ে ওঠে মিলনমেলা।
অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশন করা হয় নানান পদের ঐতিহ্যবাহী খাবার, ফলমূল, মিষ্টান্নসহ হবু মায়ের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্যসমূহ। সবাই একত্রে পূজা রায়ের সুস্থ প্রসব, গর্ভস্থ সন্তানের নিরাপদ আগমন এবং পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন। উপস্থিত নারীরা হবু মাকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রার্থনা করেন যেন তিনি সুস্থভাবে নতুন প্রাণের জন্ম দিতে পারেন।
হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, বিবাহিত নারীর গর্ভধারণের পর সপ্তম মাসে ‘সাধভক্ষণ’ বা ‘বেবি শাওয়ার’ পালন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আচার। এ সময়ে হবু মাকে উৎসাহ, শুভকামনা ও আশীর্বাদ জানানোর পাশাপাশি নানা পুষ্টিকর ও পছন্দের খাবার খাওয়ানো হয়, যা মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। প্রাচীন ঐতিহ্য ও ধর্মবিশ্বাসে এই আচারটি মা ও গর্ভস্থ সন্তানের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানকে ঘিরে পরাগ রায়, তাঁর স্ত্রী পূজা রায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, উৎসবের আবহ ও আন্তরিকতার ছাপ। পুরো আয়োজনে ফুটে ওঠে পারিবারিক ভালোবাসা, ধর্মীয় অনুশাসন এবং নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি।