রাজিবপুরে ডিসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চর রাজিবপুরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ।
বৃহস্পতিবার দুপুরে রাজিবপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা নদী ভাঙ্গন, রোধ,কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।
নব নিযুক্ত জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ চর রাজিবপুরে উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
কুড়িগ্রামের উন্নয়নকে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান। তিনি নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা এর
সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান,অফিসার ইনচার্জ রাজিবপুর থানা শরিফুল ইসলাম, বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফ,অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, এনসিপি আহবায়ক শাহ আলম, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,যুব বিভাগ সভাপতি মোখলেছুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,সাংবাদিক সহিজল ইসলাম সজল,সাংবাদিক সোহেল রানা স্বপ্ন, ও জুলাই যোদ্ধা শহীদুল ইসলাম প্রমুখ।
পরে নব নিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে। সবশেষে তিনি উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩