মোহনগঞ্জে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস
৫ সদস্য তদন্ত কমিটি গঠন
নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার চলতি বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
প্রশ্ন ফাঁসের ঘটনায় সিনিয়র শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছীকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ওই তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটিকে ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার উত্তরপত্র ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ বিকল্প প্রশ্ন তৈরি করে অষ্টম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা গ্রহণ করে। স্থানীয়রা জানান, শিক্ষকদের অনেকেই স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান।
প্রাইভেটের শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য প্রশ্ন ফাঁসের ঘটনাটি ঘটে বলে স্থানীয় অভিভাবকরা মনে করেন। এ ঘটনার কারণ খুঁজতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছীকে আহবায়ক করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, সহকারী শিক্ষক রাখাল চন্দ্র কর, রফিকুল ইসলাম, মাহবুবুল আলম ও হারুন অর রশিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, পরীক্ষার এক ঘণ্টা আগেই উত্তরপত্রগুলো ফাঁস হওয়ার খবর পাই। পরে বিকল্প প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেয়া হয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রশ্ন ফাঁসের দায়ীদের সনাক্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে