বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

জগন্নাথপুরে নলকূপ থেকে উঠছে না পানি, দেখা দিয়েছে সুপেয় পানি সংকট

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ সময় দেখুন

জগন্নাথপুরে নলকূপ থেকে উঠছে না পানি, দেখা দিয়েছে সুপেয় পানি সংকট

জগন্নাথপুরে ওভারহেড ট্যাংক কারনে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় নলকূপ থেকে পানি উঠছে না। যার ফলশ্রুতিতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল মানুষের মধ্যে সুপেয় পানির সংকট দেখা দিয়েছ।

২৬শে নভেম্বর রোজ বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহর ও জগন্নাথপুর উপজেলা সদর সহ ৮ ইউনিয়ন এর প্রত্যেকটি গ্রামের অধিকাংশ নলকূপে বিগত কয়েক বছর ধরে ওভারহেড ট্যাংক এর জন্য বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়।

বর্তমান সময়ে অগভীর নলকূপ থেকে পানি পাওয়া পাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়েছে। কিছু নলকূপে পানি দিয়ে পানি তুলা গেলেও অনে নলকূপ একেবারে অকেজো হয়ে পড়েছে। ৪০০ থেকে ৫০০ ফুট গভীর নলকূপ থেকে পানি দিয়ে পানি তুলতে হচ্ছে। ব্যাপকভাবে পানির অপচয়, অপরিকল্পিতভাবে ওভারহেড ট্যাংক নলকূপ স্থাপনসহ বিভিন্ন কারণে পানির সংকট দেখা দিয়েছে। নলকূপ থেকে পানি না পাওয়ার কারণে স্থানীয়রা বেশ ভোগান্তিতে পড়েছেন। সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নলকূপে পানি না পাওয়ার বিষয় উল্লেখ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার এর লোকজন একান্ত আলাপকালে বলেন, আমাদের বাড়ী জগন্নাথপুর এলাকায় একদম পানি পাওয়া যাচ্ছে না। একাধিক ডিপ টিউবওয়েলের কারণে এ অবস্থা। পানির জন্য হাহাকার হচ্ছে। একাধিক ডিপ টিউবওয়েল থাকার কারণে চাপ টিউবওয়েলে (অগভীর নলকূপ) পানি উঠছে না। ব্যবহারের পানি ও বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্ভোগ বেড়েছে। অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শুষ্ক মৌসুম এলেই এ সমস্যা হয়। এ কারণে অগভীর নলকূপগুলো থেকে পানি পাওয়া যায় না। আসলে বছরের এ সময়টায় পানির গভীরতা কমে যায়।এ জন্য অগভীর অনেক নলকূপে পানির সংকট দেখা যায়।

আমাদের আগের যতগুলো নলকূপ হয়েছে সব গুলো হ্যান্ডপাম্প যুক্ত গভীর নরকূপ এখন পানির স্থল নিচে নেমে যাওয়ার কারনে আগের মত পানি উঠতেছে না। যার জন্য সরকার সাবমাসিবর পাম্প দিচ্ছে অল্প পরিমানের যা দিয়ে ব্যাপক পরিমানের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আগের পাম্প গুলো কনভার্ট করার পরিকল্পনা নিচ্ছি।আশা করি আগামী দিনে এই সমস্যা সমাধান হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD