জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী “দিলদার’ র্যাব এর খাঁচায় বন্দী
জগন্নাথপুরে হত্যা মামলার আসামী দিলদার (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাপীড এ্যাকশন ব্যাট্যালিয়ন (র্যাব) এর একটি অভিযানিক দল।
আদালত ও থানা সুত্রে জানাযায়, র্যাপীড এ্যাকশন ব্যাট্যালিয়ন( র্যাব) সুনামগঞ্জ -৯ এর একটি অভিযানিক দল ২২ শে নভেম্বর দিবাগত গভীর রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বড়কাপন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রাম নিবাসী মোঃ সিরাজ মিয়ার বাড়ীতে বসবাসকারী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম নিবাসী মৃত খলিল খান এর ছেলে হত্যা মামলার আসামী দিলোয়ার খান ওরফে দিলদার খান (৩৫) কে গ্রেপ্তার করেন (জগন্নাথপুর থানার ,এফআইআর নং-৬/৮/২০২৫ইং জি আর নং-১৬১/২৫ইং)। এবং গ্রেপ্তারকৃত আসামীকে জগন্নাথপুর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করেন। গ্রেপ্তার কৃত আসামীক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩ নভেম্বর বিকালে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম।
উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রাম নিবাসী মৃত মাহতাব মিয়ার ছেলে মোঃ ছালিক মিয়া(৪৫) এর সাথে তার আপন চাচাতো বোনের ঘরের ভাগনা বর্তমানে একই গ্রামের সিরাজ মিয়ার বাড়ীতে বসবাসকারী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম নিবাসী মৃত খলিল খান এর ছেলে দিলদার খান (৩৫) এর মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে ২৯ শে আগষ্ট রোজ শুক্রবার বেলা প্রায় দুই ঘটিকার সময় দিলদার খান(৩৫) তার আরো দুই ভাই এরশাদ খান (২৪) ও আমির খান (২২)কে সঙ্গে নিয়ে তাদের মামা ছালিক মিয়া(৪৫) এর উপর হামলা চালায়। এতে সুলফির আঘাতে গলার নীচে আঘাতপ্রাপ্ত হয়ে ছালিক মিয়া (৪৫) নিহত হয়েছেন। এবিষয়ে নিহত ছালিক মিয়ার ভাই মোঃ নুর মিয়া বাদী হয়ে দিলোয়ার খান ওরফে দিলদার খান(৩৫) কে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন( জগন্নাথপুর থানার ,এফআইআর নং-৬/৮/২০২৫ইং জি আর নং-১৬১/২৫ইং একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান আসামি দিলোয়ার খান ওরফে দিলদার আত্মগোপনে রয়েছিল।অবশেষে র্যাব এর একটি অভিযানিক দল আসামীকে গ্রেপ্তার করেছে।
এদিকে আরও জানাযায়, জগন্নাথপুরের এই ছালিক মিয়া(৪৫)কে হত্যাকারী খুনী দিলদার খান(৩৫) শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম নিবাসী আনছার মিয়া জায়গীরদার এর ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার (২১) হত্যা মামলার দুই নাম্বার আসামী এবং তার ভাই এরশাদ খান (২৪) ছয় নাম্বার ও আমির খান (২২) সাত নাম্বার আসামী (শান্তিগঞ্জ থানার মামলা নং -৯, তারিখ -২৮ /০৬/ ২০২১ইং,জিআর-৭৯/২০২১,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড)। শান্তিগঞ্জ থানার হত্যা মামলায় ঘাতক দিলদার খান আদালত থেকে জামিনে রয়েছে।