ময়মনসিংহে সেরা এসি-ল্যান্ড নির্বাচিত সৈয়দা তামান্না হুরায়রা
ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠদের তালিকায় স্থান পেয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। ভূমি সেবার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ তিনি জেলার ২য় স্থান অর্জন করেছেন।
জানা যায়, ভূমি অফিসে দুর্নীতি কমানো, ভূমি সেবা গ্রহণে নাগরিকদের হয়রানি রোধ, ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থার প্রসার, মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং এবং দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে অতীতের চেয়ে আরও গতিশীল কর্মপ্রচেষ্টা দেখিয়েছেন তিনি। বিশেষ করে ই-নামজারি, হোল্ডিং এন্ট্রি, ভূমি উন্নয়ন কর এবং অনলাইনে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে তার নেতৃত্বে ময়মনসিংহ সদর ভূমি অফিসে সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, সেবা প্রত্যাশীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার, ভূমি সংক্রান্ত অনিয়ম দমনে কঠোর তদারকি—এইসব কার্যক্রম তাকে জেলার অন্যান্য উপজেলার তুলনায় এগিয়ে রেখেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভূমি সেবাকে আরও জনবান্ধব করার ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। তার কর্মদক্ষতা ও নিষ্ঠা নতুন প্রজন্মের প্রশাসনিক কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে উৎসাহিত করবে। নাগরিকরা আশা করছেন, তার নেতৃত্বে ভূমি সেবায় ময়মনসিংহ সদর উপজেলা আরো উন্নত, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত হয়ে উঠবে।