লালপুরে এবি পার্টির নেতা নাসিমের গণসংযোগ
নাটোর ১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম গণসংযোগ করেন।
শনিবার ( ১৫ নভেম্বর) সকাল থেকে দুড়দুড়িয়া, আরবাব ও লালপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার, আটটিকা মোড়, বেরিলাবাড়ী , রঘুনাথপুর বাজার, সালামপুর বাজার, রামকৃষ্ণপুর, রহিমপুর এলাকায় গণসংযোগ কালে বলেন, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। দল ও প্রতীক দেখে নয় সৎ ও সাহসী ব্যাক্তি দেখে ভোট দিলেই সম্ভব কল্যাণকর সমাজ উপহার দেয়া। নির্বাচিত হতে পারলে কর্মসংস্থানের জন্য কলকারখানা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিব।
এসময় তার সাথে ছিলেন এবি পার্টির নেতা আলহাজ্ব হাসমত আলী মারহাবা, আলহাজ্ব আব্দুল আজিজ প্রমুখ।