সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী এমপি প্রার্থী হিসেবে মাঠে নামছেন নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শহররক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে । যেকোনো মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে খুলনা শহরের প্রধান প্রধান স্থাপনা । কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত জামায়াতের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাইনা : টিপু স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্য মোজাম্মেল এর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ লালপুরে এবি পার্টির নেতা নাসিমের গণসংযোগ

নর্থ বেঙ্গল সুগার মিলস আখ মাড়াই মৌসুমের উদ্ধোধন।।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন

১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের (নবেসুমি) ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান , নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) মো. ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ ।
মিল সূত্রে জানা যায়, এ মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে।

এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে। মিল গেটে প্রতি মন ২৫০ টাকা ও ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার আখের দাম বৃদ্ধি ও সময়মতো মাড়াইয়ের দাবি জানিয়েছেন। সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত কৃষকের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি করেন।
গত মৌসুমে (২০২৪-২৫) মিলটি ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD