ময়মনসিংহে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির উদ্যোগে প্রায় ১০০ কি:মি: দীর্ঘ “কালিয়াকৈর -ময়মনসিংহ ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন” -এর বৈদ্যুতিক টাওয়ার নির্মাণে জমি ব্যবহারের ক্ষতিপূরণের চেক হস্তান্তর
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী মানসম্মত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের টাওয়ার নির্মাণ কাজ পরিচালনা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ব একমাত্র দেশব্যাপী বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও চায়না সরকার যৌথভাবে (জি টু জি) এই প্রকল্পের অর্থায়ন করছে এবং চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না ইলেকট্রিক কোম্পানী এই প্রকল্পের নির্মাণ কাজ করছে ও বাংলাদেশ সরকারের পক্ষে এটির নির্মাণ কাজ তদারকি করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসি।
এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বৈদ্যুতিক টাওয়ার স্থাপনের জন্য ব্যবহৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী চিত্তরঞ্জন বিশ্বাস, রাসেল মো. মহসিন, মোহাম্মদ মোখলেছুর রহমান, এবং চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লিও।
এ সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা ওয়াহিদুজ্জামান দুলাল-এর জমি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণে ব্যবহৃত হওয়ায় তাকে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃআনোয়ার হোসেন বলেন,
“উন্নয়নের স্বার্থে জনগণের জমি ব্যবহারের প্রয়োজন পড়ে, তবে তাদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা আমাদের প্রশাসনের দায়িত্ব। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি আজ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”
বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরবচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ময়মনসিংহ বিভাগ সহ আশপাশের অঞ্চলে সরবরাহ করা হবে যা এ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও কার্যকর হবে, লোডশেডিং হ্রাস পাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।