ময়মনসিংহে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে শহরের ছোট বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালি শেষে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহ থানাঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১টায় স্মৃতি আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ শহরজুড়ে আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।
এদিন রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বেলা ১১টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
দিবসটি ঘিরে জেলার সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এছাড়া বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে, যেখানে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সার্কিট হাউজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। একই সঙ্গে জেলার হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা এবং পর্যটন কেন্দ্রগুলো সাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে।
সভায় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,
“মুক্তি, বুদ্ধিজীবী ও বিজয় দিবস আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। এসব দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শ তুলে ধরাই আমাদের লক্ষ্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে এই আয়োজনগুলো সফল করতে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।”
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি