বটিয়াঘাটার নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ফুলেল শুভেচ্ছা
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মোস্তাফিজুর রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানিয়েছে ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
গতকাল রবিবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ইউএনওকে স্বাগত জানানো হয়। ইউনিয়ন পরিষদের সদস্যরা নবাগত ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন—তার দক্ষ নেতৃত্বে বটিয়াঘাটা উপজেলা আরও এগিয়ে যাবে উন্নয়ন ও সুশাসনের পথে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন, আব্দুর গফুর শেখ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমানত খান, মোঃ শাহনেওয়াজ শেখ, মোঃ মিরাজ শেখ, মোঃ খলিলুর রহমান, মোঃ সেলিম রেজা হাওলাদার, মিসেস মারুফা বেগম, এবং মিসেস নূরুন্নাহার বেগম প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, “একজন সৎ, কর্মঠ ও উন্নয়নমনস্ক প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় জনগণ আরও বেশি সেবা পাবে। আমরা তাঁর সাথে একযোগে কাজ করে বালিয়াডাঙ্গাকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
নবাগত ইউএনও এস. এম. মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়নের মূল শক্তি জনগণ। জনগণের সহযোগিতা ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।” তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং সকলেই উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে বটিয়াঘাটাকে একটি দৃষ্টান্তমূলক উন্নয়ন এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।