সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী এমপি প্রার্থী হিসেবে মাঠে নামছেন নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শহররক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে । যেকোনো মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে খুলনা শহরের প্রধান প্রধান স্থাপনা । কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত জামায়াতের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাইনা : টিপু স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্য মোজাম্মেল এর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ লালপুরে এবি পার্টির নেতা নাসিমের গণসংযোগ

বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারের লক্ষ্যে শীর্ষক- মাঠ সেমিনার

সাইফ  উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন

আগামীর বাংলাদেশ বিনির্মানে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,ছাত্র- ছাত্রী, মৎসজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার ভাবনা ও প্রচারের লক্ষ্যে শীর্ষক- মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার আয়োজনে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজারে এই শীর্ষক- মাঠ- সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইস আলী তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ ( জামালগঞ্জ, ধর্মপাশা,তাহিরপুর, মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজীর।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শাহিনুর রহমান শাহিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদআলী,
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া, মবসুর আলী, সমাজ সেবক হুসাইন আহমেদ বিপ্লব, আবুল কালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালমা নজীর বলেন, আমাদের হাওরের বেড়িবাঁধ নিয়ে অনেক কথা হয়। হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম হয়।
এই বাঁধ নির্মাণ কাজ সুষ্ঠু ভাবে করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধ সুষ্ঠু ভাবে করা হবে, প্রকৃত কৃষকদেরকে পিআইসির দায়িত্ব দেওয়া হবে।
যাতে করে যথাসময়ে কৃষকেরা তাদের ধান কেটে ঘরে তুলতে পারেন।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় নারীদের ফ্যামিলি কার্ড প্রদানের কথা বলেছেন। ফ্যামেলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পন্য সামগ্রি কিনতে পারবেন।
তিনি আরও বলেন, ‘ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কোনো দল থাকতে পারেনা।
দুর্নীতিবাজরা মানুষকে শোষণ করে। তারেক রহমান বলেছেন, আমাদের দলে কোনো দুর্নীতি থাকবে না,চাঁদাবাজ থাকবেনা। দখলদার থাকবেনা।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে দিতে। কিন্তু, নির্বাচন পিছিয়ে দিলে এই দেশে অরাজকতা সৃষ্টি হবে,আইনের শাসন প্রতিষ্ঠা হবেনা।এইজন্য আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD