উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার কে এমপি হিসেবে দেখতে চায় ফুলপুর তারাকান্দা বাঁসি।
এ উপলক্ষে (৩০ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে কাশিগঞ্জ বাজারে এক শোভাযাত্রার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে কাশিগঞ্জে আলহাজ্ব হাবিবুর রহমান স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাজারের মেইন বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরার অংশ হিসেবে এবং মোতাহার হোসেন তালুকদারকে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে কাশিগঞ্জ বাজারে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলার বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,রাসেল মন্ডল,রাকিব তালুকদার,আসাদ উল্লাহ আসাদ,আশরাফুল আলম,আব্দুল হামিদ,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা তারেক জিয়া (যুব) পরিষদের সভাপতি এ.এইচ.এম রফিক,তারাকান্দা উপজেলা ওলামা দলের (সাবেক) আহবায়ক আতিকুল ইসলাম,সদস্য সচিব (সাবেক) শফিকুল ইসলাম ও বিসকা ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবর রহমান মাষ্টার,সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল,যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ,আনোয়ার হোসেন খান,কামারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মানিক মাষ্টার,সদস্য সচিব মজিবর মেম্বার,ডা: ফরিদ আহমেদ,রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল মান্নান,সদস্য সচিব মজিবর আকন্দ,যুগ্ম আহবায়ক মোস্তাাজুল খান,নুরের আলম তালুকদার,আকরাম হোসেন বাচ্চু,আবু সাঈদ প্রমূখ।