ময়মনসিংহে অ’বৈ’ধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা -১৫ জন আ’ট’ক, মালামাল জ’ব্দ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রঘুরামপুর পূর্বপাড়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনের কারখানা পরিচালনার অ’ভি’যো’গে ১৫ জনকে আ’ট’ক করেছে পুলিশ। অ’ভি’যা’নে বিপুল পরিমাণ কারখানার মালামাল জ’ব্দ করা হয়েছে।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-প্রকৌশলী হামিদুর রহমান বা’দী হয়ে কোতোয়ালি মডেল থানায় মা’ম’লা’টি দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক হিলটন পাল। তাদের নেতৃত্বে তিতাসের একটি বিশেষ টিম ও কোতোয়ালি মডেল থানা পু’লি’শ যৌথভাবে এ অ’ভি’যা’ন পরিচালনা করে।
অ’ভি’যা’নে অংশ নেন কোতোয়ালি মডেল থানার এসআই রিপন চন্দ্র সরকার, যিনি দক্ষতার সঙ্গে পুরো অ’ভি’যা’ন’টি পরিচালনা করেন। অ’ভি’যা’ন’টি সম্পূর্ণ হয় ময়মনসিংহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিব্বিরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে।
এলাকাবাসীর অ’ভি’যো’গ, দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের ব্যবসায়ী খোকন সরকারের মালিকানাধীন জমিতে অ’বৈ’ধ’ভা’বে গ্যাস লাইন টেনে চুনের কারখানা চালানো হচ্ছিল। তিতাস কর্তৃপক্ষকে বিষয়টি জানালে অবশেষে এ অ’ভি’যা’ন পরিচালিত হয়।
স্থানীয়দের দাবি, এই ধরনের অবৈধ সংযোগ শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, বরং এলাকাবাসীর জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। আ’ট’ক’কৃ’ত ১৫ জনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।