বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবুজ বাংলা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা।
হাজার হাজার নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে তারা ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।
যা পথচারী,দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে আশার অঙ্কুরে পরিণত হয়েছে এই গণমিছিলকে ফুলপুরে স্মরণকালের সর্বোচ্চ বলে আখ্যায়িত করেন নেতাকর্মীরা।