মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন—অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বেহালদশা নন্দীগ্রামে উপজেলার কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু সাভারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া

বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন

 চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতি ফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার আয়োজনে উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতি ফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির দিনাজপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৃত্তিকা ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, জাকের পার্টির জেলার সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন, জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রঘুনাথ চন্দ্র রায়, মহিলা ফ্রন্টের জেলার সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিউলি খাতুন, জাকের পার্টির বিরল উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, জাকের পার্টির বীরগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম।

এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD