ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, আনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকগণ।
বক্তারা বলেন, “পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।”
এ বছর বসতবাড়ি পর্যায়ে শাকসবজির বীজ ২০০ জন এবং আবাদি জমিতে সবজির বীজ ও সার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।