রাজিবপুরে এমপিও ভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ঢাকায় চলমান শিক্ষক আন্দোলনে শিক্ষক -কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে ও ২০% বাড়িভাড়া, ১৫০০টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষ্যে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার সকল বেসরকারি স্কুল , কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।এ উপলক্ষে বুধবার সকাল ১১ ঘটিকায় একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে শহরের থানামোড়ে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে চলমান আন্দোলনে ঢাকায় শিক্ষকদের উপর বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ মন্ডল,উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু,
রাজিবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, নয়ার চর ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত আলী,নয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, চরসাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩