ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ওষুধের দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ধোবাউড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করে রাখা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি দোকানের মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধোবাউড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ধোবাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন,
“জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা মজুদ রাখা কোনোভাবেই সহনীয় নয়। নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে অনেকে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত তদারকি কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।