ময়মনসিংহের ধোবাউড়ায় প্রেমিককে হত্যার ঘটনায় প্রেমিকার পরিবার ও আসামীদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক হোসাইন নির্মম হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার গুজিরকান্দি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হোসাইন হত্যার আসামদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এসময় তারা দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এলাকাবাসী অভিযোগ করেন পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা সাইদুল ইসলাম, ইউপি সদস্য কছর উদ্দিন ,সবুজ মিয়া, তোফায়েল, আনাছসহ প্রমুখ। হোসাইন হত্যার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ নিয়ে দ্বিতীয়বার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৪ অক্টোর শনিবার বিকালে প্রেমিকার বাড়ির পাশে ডগরা বিল থেকে প্রেমিক হোসাইন এর লাশ উদ্বার করে ধোবাউড়া থানা পুলি