রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে পুলিশ ও র‍্যাবের হাতে মাদক কারবারি রফিক গ্রেফতার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবু তাহের খান এর শুভেচ্ছা বাণী ছাতকে নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন গ্রেফতার খালেদা জিয়া সুস্থ থাকলে এ দেশ সুস্থ থাকবে: মোস্তফা জামান শ্রীপুরের ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ঘোষণা। জগন্নাথপুরে দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা জগন্নাথপুরে শ্রমীক লীগ নেতা “শামসুদ্দিন ” গ্রেপ্তার চট্টগ্রামের সীতাকুন্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান, অস্ত্র, গোলাবারুদ সহ আটক ৪ নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় গণসংযোগ; ইদ্রিস আলী কালিয়াকৈরে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক- ১

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩০ সময় দেখুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক ফজলুল করিম সাইদ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের।

এছাড়া উপস্থিত ছিলেন—দৈনিক মানবকন্ঠের স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি সাহাবুদ্দিন আহমেদ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়া, দপ্তর সম্পাদক অরুন চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য শামসুল কাদির মিছবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, সাংবাদিক কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ এবং দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটলেও এখনো কার্যকর নিরাপত্তা নিশ্চিত হয়নি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে কুপিয়ে হত্যা শুধুই ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়—এটি পুরো গণমাধ্যমের ওপর হুমকি।

বক্তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD