মারকাযুন নূর আদর্শ মহিলা হিফয মাদ্রাসা
কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে জালিয়া পালং ছেপটখালীতে ।
কক্সবাজারের উখিয়ার ইনানীর ছেপট খালী বাজার সংলগ্ন মারকাযুন নূর আদর্শ মহিলা হিফয মাদ্রাসা, যেখানে ছোট্ট মেয়েরা মাতৃস্নেহে কোরআন হিফয, তাজবীদ ও ইসলামী আদব শিখছে।
মাদ্রাসাটিতে রয়েছে কায়দা, নাজেরা, হিফয এবং দাওরা বিভাগ, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দুই থেকে তিন বছরের মধ্যেই হিফয সম্পন্ন করার সুযোগ রয়েছে।
মহিলা শিক্ষিকা বলেন, আমরা চেষ্টা করি যেন প্রতিটি ছাত্রী শুধু কোরআন মুখস্থ না করে, বরং ইসলামী আদর্শ ও আচার-আচরণে গড়ে ওঠে।
অমনোযোগী ছাত্রীর জন্য বিশেষ যত্ন এবং শরয়ী পর্দার মাধ্যমে পাঠদান আমাদের অন্যতম বৈশিষ্ট্য।”
বর্তমানে মাদ্রাসায় রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজা ও অভিজ্ঞ শিক্ষিকা। প্রতি ১০ জন ছাত্রীর জন্য একজন শিক্ষিকা থাকায় ব্যক্তিগত যত্নের সুযোগ বেশি। ছাত্রীদের জন্য নিরাপদ হোস্টেল, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘণ্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে।
অভিভাবকের অভিমত আমি আমার সন্তানকে এখানে ভর্তি করিয়েছি কারণ এখানকার পরিবেশ মনোরম, শিক্ষিকারা আন্তরিক এবং ইসলামী শৃঙ্খলা বজায় রেখে পাঠদান করেন।
ছাত্রীদের অনুভূতি, এখানে ভর্তি হওয়ার পর আমরা শুধু কোরআন শিখছি না, বরং ইসলামী আদব ও জীবন গঠনের শিক্ষা পাচ্ছি। আমরা চাই হিফয শেষ করে উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করবো এবং কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেবো।
পরিচালক মাওলানা নুরুল হাকিম বলেন, প্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত ক্লাসরুম, লাইব্রেরি ও প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার সুযোগ নেই। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। আমরা চাই এই মাদ্রাসা শুধু হিফয নয়, পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রদানের কেন্দ্র হোক।
তিনি আরও বলেন, এখানে শুধু দ্বীনি শিক্ষা নয়, সুন্নাতে নববীর বাস্তব অনুশীলন, নৈতিক চরিত্র গঠন এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই এ বার্তাই পৌঁছে দিচ্ছে মারকাযুন নূর আদর্শ মহিলা হিফয মাদ্রাসা।