বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে দমন-নিপীড়নের মুখে এক সাহসী মুখ—নবীন”

বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক রাকিবুল

বগুড়া জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ সময় দেখুন

বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক রাকিবুল

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মোতাছিম বিল্লাহ জিহাদকে সভাপতি এবং রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন পর ঘোষিত এ কমিটি ছাত্রদলসহ তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

জানা যায়, জিহাদ ও রাকিবুল দু’জনই মেধাবী, সাহসী ও আদর্শনিষ্ঠ সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দুর্দিনে রাজপথে সক্রিয় অংশগ্রহণ, আন্দোলন-সংগ্রামে নির্ভীক উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে কেন্দ্রীয় ছাত্রদল তাদের এই দায়িত্ব দিয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথমবার পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি গঠিত হলো। আশা করি তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”

অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের শিক্ষা, ঐক্য ও অগ্রগতির পতাকাবাহী সংগঠন। তিনি বলেন, “পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চাহিদা অনুযায়ী ছাত্র রাজনীতিকে গতিশীল করা হবে। যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে।”

এদিকে কমিটি অনুমোদনের পর তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD