তাহিরপুরের আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আতাউর গ্রেফতার
তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মৃত মোঃ নবী হোসেনের পুত্র।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে বালিজুড়ী বাজার থেকে তাঁকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা (নং-১১) রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।