কক্সবাজার থেকে টেকনাফ গামী প্রাইভেট কাঁর গতকাল রাত তিন টার সময় ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে পাওয়া যায় ১৯২ ক্যান বিয়ার।
এতে ল্যান্স নায়েক স্পেশাল কমান্ডার সোহেল আরমান তার সংগীয় পোস্ট নিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হয়।তাদের দুই জনের বাড়ি টেকনাফের কলেজ পাড়া, আব্দুল হামিদ পিতা ফজলে করিম, মাতা সাইরা খাতুন,মোহাম্মদ ইউনুস, পিতা হোসেন, মাতা রশিদা খাতুন।
ল্যান্স নায়েক স্পেশাল কমান্ডার সোহেল আরমান জানান আব্দুল হামিদ এবং ইউনুস কে উখিয়া থানায় হস্তান্তর করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।