তারাকান্দায় এতিম শিক্ষার্থীর নিয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন বিএনপি নেতৃবৃন্দ
তারাকান্দায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী এতিম শিক্ষার্থীর নিয়ে পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে তারাকান্দা উপজেলার কুরকুচিকান্দা কোরানিয়া এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীর নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি,ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম তালুকদার,এড.নজরুল ইসলাম ইসমাঈল,আব্দুল হামিদসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।