সাভারে সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর সাভারের সোবহানবাগ এলাকায় জাতীয় মাশরুম সেন্টারের প্রশিক্ষণ একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন,আগামী পৌর নির্বাচনে আমি যদি মেয়র হতে পারি তাহলে সাভারকে আমি একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো। সর্বোচ্চ নিরাপত্তায় পৌর একালাকার প্রতিটি রাস্তাঘাট সিসিটিভির আওতায় আনা হবে। যাতে করে কোথাও কোনো অপরাধ সংগঠিত হতে না পারে। আমি আপনাদের একটি গ্রিন সাভার ক্লিন সাভার উপহার দিতে চাই।
সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ অলিউর রহাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোবহানবাগ জামে মসজিদের সভাপতি মাজহারুল হক আমিনুর,সোবহানবাগ সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান মজলিস দুলাল,সহ-সভাপতি মোঃ আঃ রহমান,সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন।
এছাড়াও সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।