অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এএসআই(নিরস্ত্র)/মোঃ আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ৩২২/০৭ (বন) এর ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ০২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। আসাব মিয়া, পিতা-মৃত তৈমুজ মিয়া, সাং-কালাপুর (লামা লামুয়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর ৫৬৯/২৪ (শ্রীঃ) এবং সিআর ১৩/২৪ (সদর) এর ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও চেকে বর্ণিত ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী ২। মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পিতা-আব্দুছ ছোবহান, সাং-বরুনা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।