বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার জামালগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

গোমস্তাপুরে কৃষি প্রণোদনায় মাসকলাই বীজ-সার পেলেন ১হাজার কৃষক

মো.আবদুস সালাম তালুকদার
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলতি অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন করা হয়েছে।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা প্রকৌশলী মো. আছাহাবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, মোছা. জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার গানিউল ইসলাম, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষক-কৃষাণীবৃন্দ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন জানান, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ১হাজার ৫০জন কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে।
বর্ষার শেষ পর্যায়ে নিম্ন অঞ্চলের পানি নেমে যাওয়া এবং অনেক আম বাগানসহ বিভিন্ন উচু পতিত জমিতে ব্যাপক আকারে খরিপ ফসল চাষ হয়। এ কারণে সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করছে। তিনি আরো বলেন, বর্ষার পরবর্তী সময়ে বর্তমান সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খালি জমি ফেলে রাখা যাবে না। আমরা যে সার ও বীজ দিচ্ছি তা কাজে লাগাতে হবে এজন্য সাধ্যমতো চাষাবাদের পরামর্শ দেন তিনি।
আলোচনা সভা শেষে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫কেজি করে মাসকলাই বীজ, ৫কেজি করে এমওপি (পটাশ) সার এবং ১০কেজি করে ডিএপি সার প্রদান করা হয়েছে।

#
মো. আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৪-০৯-২০২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD