বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সেবা উন্নয়নে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন নন্দীগ্রামে থালতা থেকে চাঁনপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি; মোশারফ হোসেন ধানের শীষকে ভোট দিয়ে বিজয় করুন- আনিসুল হক জগন্নাথপুরে আঃ কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠি নড়াইলের লোহাগড়ায় রুগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সকল কার্যক্রম নিষেধাজ্ঞা ময়মনসিংহ মুক্ত দিবসের বর্ণাঢ্য আয়োজন নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০১ সময় দেখুন

শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতালে সিজারবিহীন এক ছেলেশিশু ভূমিষ্ট হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৭টায় শমশেরনগর জেনারেল হাসপাতালে খিজির উদ্দিন ও রোমানা বেগম দম্পত্যির এ পুত্র সন্তানের জন্ম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও সদ্য নবজাতক শিশু সুস্থ আছেন।

ইনডোর সার্ভিস চালু না হওয়া হাসপাতালে প্রথমবারের মতো সিজারবিহীন শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণের ঘটনায় হাসপাতাল সহ মরাজানেরপার গ্রামজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। বিভিন্ন সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ নগর গ্রামের খিজির উদ্দিনের সন্তানসম্ভবা স্ত্রী রোমানা বেগম হাসপাতাল সংলগ্ন মরাজানেরপার গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে প্রসব ব্যথা শুরু হলে তাকে শমশেরনগর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আল্ট্রাসনোগ্রাম করে প্রসবসম্ভাবনা দেখা দিলে হাসপাতালের বেডে রোমানা বেগমকে অবজারভেশনে রাখা হয়। হাসপাতালের আউটডোর কার্যক্রম বিকেল ৩টার পর শেষ হয়ে গেলেও, গর্ভবতী মায়ের চিকিৎসায় এগিয়ে আসেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মিডওয়াইফ) রমজানা বেগম, আব্দুল মন্নাফ ও মাসি সাবিত্রী। তারা মানবিক দায়িত্ববোধ থেকে সন্তান প্রসবের অপেক্ষায় চালিয়ে যান গর্ভবতী মায়ের পরিচর্চা। তাদের তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টায় সুস্থ ও স্বাভাবিকভাবে সিজারবিহীন রোমানা বেগম এর এক পুত্র সন্তানের জন্ম হয়।

খবর শুনে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম এবং মেডিকেল অফিসার ডাঃ অক্ষয় সাহা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম নবজাতক হিসেবে মা ও নবজাতক শিশুকে অভিনন্দন জানান এবং নতুন বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী উপহার প্রদান করে।

নবজাতকের নিকটাত্মীয়রা বলেন, সিজারবিহীন শিশুর জন্ম আজ বিরল। এ ঘটনা শমশেরনগর হাসপাতালে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং ষ্টাফদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বর্তমান সময়ে স্বাভাবিক প্রসবের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আগে যেখানে একজন নারী অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতেন, আজ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব হচ্ছে। শমশেরনগর হাসপাতাল এ ব্যাপারে কমিটেড যে, সিজারবিহীন শিশুর জন্মগ্রহণে সহায়তা করে মা ও শিশুর নিরাপত্তা বিধানে কাজ করা এবং প্রতিটি পরিবারের উপর চাপানো অনৈতিক খরচ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা। কোন কোন ক্ষেত্রে যদি সিজারের দরকার হয় তখন যাতে সাথে সাথে আল্ট্রাসাউন্ড সিষ্টেমের মাধ্যমে শিশুরকে পর্যবেক্ষণ করে দরকার হলে এম্বোলেন্সের মাধ্যমে অন্য হাসপাতালে গর্ভবতী মাকে স্থানান্তর করে দরকার হলে সিজারের ব্যবস্থা করা।

আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। আমাদের হাসপাতালে প্রথম জন্ম নেওয়া শিশু হিসেবে আমরা তাকে সবসময় সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে যাব। এ শিশুটি ভবিষ্যতে হাসপাতালের বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করবে। হাসপাতালে ভূমিষ্ট প্রথম নবজাতক শিশু হিসেবে আমরা তাকে প্রয়োজনীয় কাপড়সহ ব্যবহারী সামগ্রী উপহার দিয়েছি। মা ও শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD