সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয়

মান্নার মিয়া শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ সময় দেখুন

পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয়

 

শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর দ্বিতীয় ম্যাচে চমৎকার খেলায় পূর্বপাগলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেছে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন ফুটবল দল।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী পাথারিয়া গ্রামের পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর খেলা। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পশ্চিম বীরগাঁওয়ের এক ঝলমলে আক্রমণ থেকে নির্ধারক গোলটি আসে। গোল খাওয়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পূর্বপাগলা, তবে শক্ত রক্ষণভাগ আর গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে পূর্বপাগলা একের পর এক আক্রমণ চালালেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা সেই একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পশ্চিম বীরগাঁও ফুটবল দল।

খেলা শেষে বিজয়ী দলের একজন খেলোয়াড়কে “ম্যান অব দ্য ম্যাচ” ক্রেস্ট তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডঃ ইয়াছিন খান, ১২ দলীয় জোটের জমিয়তের মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুর রশীদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জাগীরদার খোকন, যুব উন্নয়ন অফিসার সন্ধীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ক্রিড়া শিক্ষক মৃদুল কান্তি দাস।
উপজেলা বিএনপি নেতা সৈয়দ আকিকুর রহমান,উপজেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারি আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃতারা মিয়া,মোঃমোশাহিদ মিয়া,
ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আক্কাস মিয়া, সদস্য আঙ্গুর মিয়া, ১নং ওয়ার্ড সদস্য মোঃ রাজ্জাক মিয়াসহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজক কমিটি জানায়, শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশ নেওয়া প্রতিটি খেলাই হবে সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকপ্রিয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD