সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ওসির নির্ঘুম রাত, নিরাপদ ছিল সাভার ৭ দিন ধরে  নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “ বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১

জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০২ সময় দেখুন

জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ

নামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপদেষ্টা বলেন, “আমাদের সময়ে অনেক প্রকল্প বাদ পড়লেও উড়াল সেতুর এই প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিং প্রক্রিয়ায় কিছু ত্রুটি ধরা পড়েছে, তাই পুনরায় রিটেন্ডার আহ্বান করা হবে। যেহেতু প্রকল্পটি একনেকের অনুমোদনপ্রাপ্ত, সুতরাং টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাওরাঞ্চলে আবাসিক স্কুল করার বিষয়ে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তা বাস্তবায়নের সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় জমি পড়বে, তাদের ক্ষতিপূরণ প্রচলিত আইন অনুযায়ী দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে অনুমোদন পাওয়া ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD