বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ও জনগণকে সচেতন করতে সাভারের বনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধাপুর ও কাজীপাড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
হাজী মোহাম্মদ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান,
সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন,
সাভার থানা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব মোঃ জাকির হোসেন,
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর,
বনগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি,
জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মুন্না এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে অংশগ্রহণকারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়।
উঠান বৈঠকে ঢাকা-১৯ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান বলেন,
“তারেক রহমানের নির্দেশে আমরা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে বিএনপির কর্মসূচি তুলে ধরছি। উঠান বৈঠকের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষের সঙ্গে মিশে রাষ্ট্র সংস্কারের ১৯ দফা বাস্তবায়ন করেছিলেন, ঠিক তেমনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করতে চাই।”