৫ আগস্ট’ হোক গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্রুতির প্রতীক: এমরান আহমদ চৌধুরী
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ঠিক এক বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির অবসান ঘটিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল। এই দিনটি জনগণের মুক্তি ও বিজয়ের প্রতীক। যেদিন দেশের মানুষ দাসত্ব থেকে মুক্ত হয়েছিল, সেদিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণ প্রতিবছর ৫ আগস্টকে একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংকল্পের দিন হিসেবে উদযাপন করবে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক—কেউই রেহাই পাননি দমন-পীড়নের হাত থেকে। অনেকেই শরীরের অঙ্গ হারিয়েছেন, কেউ কেউ চিরতরে অন্ধ হয়ে গেছেন। তাঁদের ত্যাগ কখনও ভুলে যাওয়া যাবে না।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ, মত-পথ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। মানবিকতা, গণতন্ত্র ও সুশাসনের ভিত্তিতে এই দেশ গড়ে তুলতে হবে। ৫ আগস্ট হোক সেই ঐক্য, অঙ্গীকার ও জাগরণের প্রতীক। এই পথচলায় বিএনপি দেশের সকল গণতন্ত্রকামী মানুষের সমর্থন ও অংশগ্রহণ চায়।
মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে আরও বক্তব্য রাখেন:
জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ-শিল্প বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ-মানবাধিকার সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামিম, সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপি নেতা রেজাউল করিম নাচন, যুবদল যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব জহির হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের নেতা জিলাল, এবং শহীদ সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দ আদিবা হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ—জাহাঙ্গীর, বাছিত, বাদল, দুলাল, শাহনূর প্রমুখ।