তারাকান্দায় বিএনপির বিজয় র্যালি
আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র/জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে র্যালি টি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল,শামীম তালুকদার,শহীদুল ইসলাম মন্ডল,এড.নজরুল ইসলাম ইসমাঈল,আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,যুবদলের নেতা এস এম আমিনুল ইসলাম,আজাহারুল হক মন্ডল,ফরিদ আকন্দ,রুবেল মিয়া,মৎস্য জীবীদলের আহবায়ক সাকিব খান,তাঁতীদলের নেতা আনোয়ার ফকির প্রমূখ।
উক্ত বিজয় র্যলিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।