মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১ সময় দেখুন

পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আওতাধীন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১ আগস্ট ২০২৫ তারিখে উপজেলা বিএনপির অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব উল্লাহ জাফরগীরদার এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মতিউর রহমান জাফরগীরদার।

১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে উল্লেখযোগ্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৮নং ওয়ার্ডের টাইলা গ্রামের সাবেক ইউপি সদস্য তোফায়েল আহমদ এবং ৬নং ওয়ার্ডের দুর্বাকান্দা গ্রামের মোঃ জসীম উদ্দিন। তাঁরা দুজনই তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিনের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত।

তাঁদের অন্তর্ভুক্তিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়। এ উপলক্ষে ৩ আগস্ট বিকেল ৪টায় পাথারিয়া বাজারের ইহান মার্কেটে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, পশ্চিম বীরগাঁও যুবদলের নেতা মোঃ আফজল হোসাইন, যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার, প্রচার সম্পাদক মহাজ আহমেদ সোহান, যুবদল কর্মী শিবুল মিয়া ও মোরছালিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, এ কমিটিতে মেধাবী, ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি ভবিষ্যতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের প্রতি দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোঃ আনছার উদ্দিনের ঘনিষ্ঠ বলয়ের কর্মীদের সাংগঠনিক অভিজ্ঞতা এবং গতিশীল উপস্থিতি স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে এমন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD