মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নাগরপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‍্যালি নবীনগরে গণতন্ত্রের বিজয় দিবসে বিএনপির আনন্দ র‍্যালি ধর্মপাশায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ছাত্রজনতার বিজয় মিছিল পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি ছাতকে গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে ‘আয়নাঘর কালচার’ বিরোধী বার্তা উপাচার্যের: শহীদ সাংবাদিককে সম্মাননা, রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান সিলেটে ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র ব্যাখ্যা সিলেটে স্বেচ্ছাসেবক দলকে নির্বাচনী প্রস্তুতির আহ্বান কেন্দ্রীয় সভাপতি জিলানীর মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যরাও রেহাই পাবে না: পুলিশ সুপার

নন্দীগ্রামে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৪ সময় দেখুন

নন্দীগ্রামে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো বাজার থেকে শুরু করে কালাসিংড়া হয়ে থালতা মাঝগ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুম এলেই কাদা-পানিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই রাস্তাটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের পথ হলেও দীর্ঘদিন ধরে মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ভারী বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পর্যন্ত কাদার সৃষ্টি হয়, ফলে শিশু থেকে বৃদ্ধ—সবাইকে ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তাটি দিয়ে স্বাভাবিকভাবে কোনো যানবাহন চলাচল করতে পারে না। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান এমনকি পায়ে হাঁটাও কঠিন হয়ে যায়। স্কুলগামী শিশুরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না, বৃষ্টির সময় বাড়ির বাইরে বের হওয়াই দুর্বিষহ।

একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে এ বিষয়ে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তারা বলেন, “প্রতিশ্রুতি তো বহুবার শুনেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বছরের পর বছর এই রাস্তাটির অবস্থা একই রকম।”

এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধির সঙ্গে কথা বললে তিনি জানান, “বর্তমানে সরকার পরিবর্তনের সময় চলছে। স্থায়ী সরকার গঠনের পর বাজেট হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।”

এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD