ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ জ্যোতি ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ সুহেল আলম। এতে জেলা কমিটির নেতৃবৃন্দ মোঃ ওবায়দুল হক মিলন, মোঃ ওবায়দুল মুন্সী, মোঃ দবির মিয়া এবং আহমদ উসমান সাংগঠনিক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপস্থিত জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দিলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং সুজন তালুকদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য গঠন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আব্দুর রহমান, হাবিবুর রহমান নাসির ও তোফায়েল খান বিপনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
সভা শুরু হয় সমাজকর্মী আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তরুণ সংগঠক রাজিকুল ইসলাম।