শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫ সময় দেখুন

ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “শ্রমিকরা দেশের রক্তসঞ্চালন। অথচ আজ তারা অবহেলিত। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সংগঠন আরও সুসংগঠিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল মোমেন শাহিন, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, কেন্দ্রীয় নেতা এম আসাদউল্লাহ আসাদ, সৌমিক হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, দফতর সম্পাদক ফিরোজ নুন ও প্রচার সম্পাদক আল আমিন জনি।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের পাশে না দাঁড়ালে জাতীয় রাজনীতিতে পরিবর্তন সম্ভব নয়। এই আন্দোলনের মূল চালিকাশক্তি হবে শ্রমিকেরা।

দীর্ঘদিন পর আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া পড়ে যায়। দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল সহকারে মাঠে সমবেত হন।

শ্রমিক নেতা ওবায়দুল ফকির-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল কর্মসূচিতে যোগ দেয়। এছাড়াও আলাল উদ্দিন, রাশেদ, মাসুম, উত্তম প্রমুখের নেতৃত্বে একাধিক মিছিল সমাবেশে এসে যোগ দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD