বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউনসহ এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের গ্রাম-গঞ্জ ও শহর এলাকায় হাজারো নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান, মুনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা সবসময় প্রস্তুত। তারা সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানান।