অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) ফারুক আহমেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর সাকিনস্থ ময়মনসিংহ টু মুক্তাগাছাগামী মহাসড়কের দক্ষিণ পাশে আনার এর অটোরিক্সার গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৮ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ০১.২০ ঘটিকায় চোরাইকৃত ০২টি অটোরিক্সাসহ আসামী ১। মোঃ আনার মিয়া (২৬), পিতা-মৃত আবু সাঈদ, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-উত্তরা (পুলিশ লাইন এর পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ লিটন (৩৫), পিতা-মৃত আঃ খালেক, মাতা-রাশিদা বেগম, সাং-সৈয়দগাঁও, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-মাসকান্দা হাই স্কুল রোড (জনৈক সাত্তার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ মাসুদ (৩০), পিতা-সুরুজ আলী, মাতা-মাহফুজা খাতুন, সাং-মাইজবাড়ী লেংড়া বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ কামরুল হাসান (৩০), পিতা-মৃত শাহজাহান আলী, মাতা-মোছাঃ রাবেয়া খাতুন, সাং-দেওয়ানিয়া বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া সাকিনস্থ জনৈক নজরুল এর বাসার সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ১৮ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকায় চোরাইকৃত ০১টি মিশুকসহ আসামী ৫। মোঃ শামীম মিয়া (২৬), পিতা-আঃ সালাম ফকির, মাতা-নাছিমা আক্তার, সাং-মদনপুর, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, বর্তমান সাং-স্কয়ার মাষ্টারবাড়ী (ছাত্তার মার্কেট সংলগ্ন মর্জিনা এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদেরকে করা হয়। আসামীরা আন্তঃজেলা চোরাই অটোরিক্সা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০২টি অটোরিক্সা ও ০১টি মিশুক উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।