শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:

রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে, কবি, চিত্র শিল্পী, সাহিত্যিক ও সংগীত শিল্পীদের প্রতিবাদ।

সমরেশ রায় ও শম্পা দাস
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ সময় দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে, কবি, চিত্র শিল্পী, সাহিত্যিক ও সংগীত শিল্পীদের প্রতিবাদ।
রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে, কবি, চিত্র শিল্পী, সাহিত্যিক ও সংগীত শিল্পীদের প্রতিবাদ।

১৮ই জুন বুধবার, ঠিক বিকেল পাঁচটায়, কলকাতার আই সি সি আর অডিটোরিয়ামে, কালচারাল এন্ড লিটারারি ফোরাম এর পরিচালনায়, সভাপতি জিতেন্দ্র তেওয়ারি উদ্যোগে এবং প্রীতম সরকার ও নূপুর রায় এর সহোযোগিতায় , রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে,কবি সাহিত্যিক, চিত্রশিল্পী, সংগীত শিল্পীদের প্রতিবাদী অনুষ্ঠান হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, ক্যান্সার বিশেষজ্ঞ ও ডাক্তার মধুছন্দা কর, অনুপম ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি, প্রীতম সরকার, নূপুর রায় সহ বহু প্রতিবাদী বিশিষ্ট মানুষেরা।

প্রতিবাদী কবিতা ও গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর প্রধান অতিথি ও আজকের অনুষ্ঠানের মূল বক্তা মন্ত্রী সুকান্ত মজুমদারকে উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক ও একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁ ধানো ফটো তুলে দেন।

তাহার বক্তব্যে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক ঘটনা, রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস, টাকা লুট, শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশি জুলুম, শান্তি পূর্ণ ভোট না হতে দেওয়া, সন্ত্রাস সৃষ্টি করা, চোরদের প্রশয় দেওয়া, নারীদের উপর অত্যাচার করা,
আর তার সাথে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রমণ এমনকি কয়েক মাস আগে নিজের রাজ্য পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন এ ঘঠে গেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বশত বাড়ি ভেঙ্গে ফেলা, এর চাইতে লজ্জা কর আর কি হতে পারে , তাই আজ সমস্ত শিল্পী, কবি, সাহিত্যিক, সংগীত প্রেমী মানুষ‌ ও শিল্পীরা মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাজ কর্মের বিষয় গুলি আলোচনা করলেন, এর সাথে বলেন বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে,

আজ অনুষ্ঠানে একদিকে যেমন লাইভ পেইন্টিং এর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছে, তেমনি কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পীরা কবিতা গান ও আলোচনার মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন।
শুধু তাই নয়, একটা ছোটো শিশু যার বয়স সবে ৩+ , যে ৬৩টি সন্মানে ভূষিত, যার গ্ৰীনিজ বুকে উঠেছে সেই সম্পূর্ণা কর একটি প্রতিবাদী কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণ করলেন, একে একে সবাই এই ভাবে ধিক্কার ও প্রতিবাদের ঝড় তুললেন। এমনকি জঘন্য তম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD