জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ জুন) উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার ও যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমদের যৌথ স্বাক্ষরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান কামালীকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাহিন তালুকদারকে যুগ্ম-আহবায়ক করে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়। এদিকে নবগঠিত আহবায়ক কমিটিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, বিগত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, বিভিন্ন সময়ে নির্যাতন- নিপীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন, সেসব পরিক্ষিত নেতাদের নিয়ে ইউনিয়ন বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপিতে কোন আওয়ামী সুবিধাভোগীদের স্থান হবেনা।