ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর এতিমখানা গেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সোহাগ মিয়া (১৯), লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), এবং ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরহাদনগর এলাকার বাসিন্দা নুরুল আলম (৫৫)। তিনজনই ঘটনাস্থলেই মারা যান।
আজ সকাল সাড়ে ৬ টার দিকে কোম্পানিগঞ্জ থেকে নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে সামনে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়ার জন্য নবীনগর থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং ওই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করার দাবি জানিয়েছেন।